আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ২৩ শে জানুয়ারি র‍্যালি নয়, অনুষ্ঠান হবেঃ নেতাজী সুভাষ বিদ্যানিকেতন, আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    আগামী ২৩ শে জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা হচ্ছে না। কারণ কোভিডের সংক্রমণ। শুক্রবার নেতাজী সুভাষ বিদ্যানিকেতন কর্তৃপক্ষের তরফে একথা জানানো হয়েছে। তবে ওই দিন স্কুলে নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এখন চলছে তারই প্রস্তুতি।

    এদিন নেতাজীর মূর্তি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি পরিষ্কার করা হয় গোটা স্কুল।  এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মহড়া দিচ্ছে ছাত্রছাত্রীরা। প্রতিবছরই রাজ্য সরকারের আনুকূল্যে ২৩ শে জানুয়ারি নেতাজী স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর এক সুবিশাল রেলি শহরের বিভিন্ন পথ পরিক্রমায় করে। কিন্তু এবছর করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় হচ্ছে না শোভাযাত্রা। তবে কোভিড বিধি মেনে ছোট্ট পরিসরে অনুষ্ঠান হবে স্কুল চত্বরে। স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক দিব্যেন্দু বিকাশ সেন জানান, ২৩ জানুয়ারি সকাল সাড়ে আটটায় অনুষ্ঠান শুরু হবে। থাকবেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ ও এলাকার বিধায়ক আশীষ কুমার সাহা।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২১শে জানুয়ারি ২০২২
     

    3/related/default