Type Here to Get Search Results !

জিবিপি হাসপাতালে বিনামূল্যে স্থায়ী পেসমেকার প্রতিস্থাপনের উদ্যোগঃ আগরতলা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে বিনামূল্যে স্থায়ী পেসমেকার প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। রোগীর হৃদযন্ত্রে ইতিমধ্যে সফলভাবে অস্থায়ী পেসমেকার প্রতিস্থাপন করা হয়েছে। উদয়পুর কাঁকড়াবনের বাসিন্দা ৭৩ বছর বয়স্ক ভদ্রলোকের হার্টে ব্লকেজ ধরা পড়ে ও হার্ট ফেলিউর হয়। তিনি গত ১৩ ডিসেম্বর এজিএমসি অ্যান্ড জিবিপি হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে গত ১১ জানুয়ারি এ জিবিপি হাসপাতালের কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি (সি টি ভি এস) বিভাগে স্থানান্তরিত হন। তার অস্থায়ী পেসমেকার প্রতিস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন চিকিৎসকরা। গত ১২ জানুয়ারি সি টি ভি এস ক্যাথ ল্যাবে অস্থায়ী পেসমেকার প্রতিস্থাপন করেন সিটি ভি এস ইউনিটের কনসালট্যান্ট ডাঃ কনক নারায়ণ ভট্টাচার্য। অ্যানেসথেসিস্ট ছিলেন ডাঃ সুরজিৎ পাল৷ এখন রোগীর অবস্থা স্থিতিশীল। উল্লেখ্য আয়ুষ্মান ভারত প্রকল্পের বেনিফিসিয়ারি কার্ড তার রয়েছে। তাই এজিএমসি অ্যান্ড জিবিপি হাসপাতালে বিনামূল্যে এই রোগীর স্থায়ী পেসমেকার প্রতিস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন চিকিৎসকরা।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

১৫ই জানুয়ারি ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.