২৩ জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে সাধারণতন্ত্র দিবস পালন। ঘোষণা করল কেন্দ্র। নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে সরকারি সূত্রে। এতদিন ২৪ জানুয়ারি থেকে সাধারণতন্ত্র দিবসের সরকারি আনুষ্ঠানিকতা শুরু হত। অন্যদিকে আলাদা ভাবে নেতাজির জন্মদিনটিও পালন করত কেন্দ্র। ২৩ জানুয়ারিকে মোদি সরকার পরাক্রম দিবস হিসেবে পালন করে থাকে। সরকারি সূত্রে খবর, নতুন করে ভারতের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিকগুলিকে বিশেষ ভাবে উদযাপন ও স্মরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সূত্রেই এবার থেকে সুভাষচন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারি থেকেই সাধারণতন্ত্র দিবসের আনুষ্ঠানিক উদযাপন শুরু করতে চাইছে কেন্দ্রের মোদি সরকার। উল্লেখ্য,এর আগেই কেন্দ্র সারা দেশে নেতাজির স্মৃতিবিজরিত স্থানগুলিকে নিয়ে আলাদা পরিকল্পনা করা হয়েছিল৷ গত বছর অক্টোবরে কেন্দ্রের পর্যটন মন্ত্রক আজাদ হিন্দ সরকার গঠনের বার্ষিকীতে (২১ অক্টোবর) কিউরেটেড ট্যুরের পরিকল্পনার কথা জানায়।
আরশিকথা দেশ-বিদেশ
তথ্যসূত্র ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৫ই জানুয়ারি ২০২২