Type Here to Get Search Results !

কনভয় কাণ্ডে এবার সোচ্চার এনএসইউআই ঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


মুখ্যমন্ত্রীর কনভয় কাণ্ডে বাম ছাত্র যুবাদের পর এবার প্রতিবাদে সোচ্চার হল দক্ষিণপন্থী ছাত্র সংগঠন এনএসইউ। শনিবার এরা ট্রাফিক দপ্তরে গিয়ে ডেপুটেশন দেয় এবং দোষী ট্রাফিক কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। প্রসঙ্গত গত ১৩ জানুয়ারি মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে অনাকাঙ্ক্ষিতভাবে একটি গাড়ি বিকল হয়ে গেছিল। অভিযোগ, গাড়িতে থাকা দুই ছাত্রকে স্বামী বিবেকানন্দ ময়দানসংলগ্ন ট্রাফিক ভবনে নিয়ে গিয়ে নির্যাতন করে ট্রাফিক কর্মীরা। তাতে গুরুতর আহত হয় দুই ছাত্র এঞ্জেল রিয়াং এবং অভিজিৎ দেববর্মা।


এনএসইউআই'র রাজ্য সভাপতি সম্রাট রায় একথা জানিয়ে বলেন, এভাবে চলতে পারে না। ছাত্রদের ট্রাফিক অফিসে তুলে এনে দৈহিক নির্যাতনের ঘটনা এনএসইউআই কোনভাবেই মেনে নেবে না। ট্রাফিক কর্মীদের শাস্তি না দিলে এনএসইউ রাজ্যজুড়ে আন্দোলন শুরু করবে বলে জানান তিনি। এদিন ট্রাফিক ভবনের সামনে বিক্ষোভ দেখান এনএসইউআই'র সদস্যরা। এর আগে শুক্রবার বামপন্থী চার ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকেও সাংবাদিক সম্মেলন ডেকে এই ঘটনার নিন্দা জানিয়ে ট্রাফিক কর্মীদের বরখাস্ত করাসহ আইনানুগ শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছিল। একের পর এক ছাত্র সংগঠন এই ঘটনায় সোচ্চার হওয়ার পর প্রশাসন এখন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

১৫ই জানুয়ারি ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.