উপকরণঃ
১.তরমুজ খোসা ছাড়ানো সাদা অংশ
২.হিং ১/২ চা চামচ
৩.টমেটো ১টা
৪.কাচা লংকা ৩/৪ টে
৫.মেথি ১/২ চা চামচ
৬.হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
৭.নুন স্বাদ মত
৮. সর্ষে তেল ১ চা চামচ
৯. শুকনো লংকা ২ টো
১০.সরষে পেস্ট ২ চা চামচ
১১.পাপড় ২-৪টে
১২.লেবুর রস ১ চা চামচ
রন্ধন প্রনালীঃ
তরমুজ এর খোসা ছাড়ানো সাদা অংশ টিকে পাতলা করে কুড়িয়ে নিতে হবে।
কড়াইতে ১চা চামচ তেল গরম করে ওতে শুকনো লংকা আর মেথি ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কাটা টমেটো গুলো দিয়ে পরিমাপ মত হলুদ গুঁড়ো ও নুন দিয়ে ঢেকে দেবো।
টমেটোগুলো হয়ে গেলে ওতে পরিমাপ মত হিং দিয়ে নেড়ে তরমুজ কুড়োনোটা দিয়ে ঢেকে দেবো।
টমেটোগুলো হয়ে গেলে ওতে পরিমাপ মত হিং দিয়ে নেড়ে তরমুজ কুড়োনোটা দিয়ে ঢেকে দেবো।
কিছুক্ষণ পর ভাল করে নেড়ে সর্ষে পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে লেবুর রসটা দিয়ে মিশিয়ে নেবো ।
এবার তৈরি আমাদের ফাটাফাটি দুরমুজ তরমুজ।
গরম ভাত বা রুটি দিয়ে জাস্ট জমে যাবে।
আরশিকথা মুন্সিয়ানা কিচেন
১লা ফেব্রুয়ারি ২০২২
চমৎকার চমৎকার রেসিপি।
উত্তরমুছুনখুব ভালো লাগলো।