Type Here to Get Search Results !

কোভিড, একাধিক শর্ত মেনেই দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


চলতি বছর সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখার জন্য আমজনতার প্রতি একগুচ্ছ শর্ত আরোপ করল দিল্লি পুলিশ। সোমবারই এ নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। দিল্লি পুলিশের নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী- ১৫ বছরের কমবয়সি বাচ্চারা সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজের অনুষ্ঠানে অংশ নিতে পারবে না। এ বছরের শুরুতেই ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়েছে। কিন্তু তার চেয়ে কমবয়সীরা এখনও ভ্যাকসিন পায়নি। তাই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বয়সের সীমা বেঁধে দেওয়া হয়। করোনা টিকার জোড়া ডোজ নেওয়া না থাকলেও বড়রাও অংশ নিতে পারবেন না এই অনুষ্ঠানে। সঙ্গে রাখতে হবে কোভিড টিকার সার্টিফিকেট।ফেস মাস্ক এবং শারীরিক দূরত্ব মেনে চলা আবশ্যক। অন্যথায় অনুষ্ঠানে অংশ নিলেও বেরিয়ে যেতে হতে পারে।সাধারণতন্ত্র দিবসে সকাল ৭টার মধ্যে অনুষ্ঠানস্থলে গিয়ে আসন গ্রহণ করতে হবে। দীর্ঘদিন ধরেই দিল্লির কোভিড পরিস্থিতি উদ্বেগজনক। করোনার নয়া স্ট্রেন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে। যদিও গত সপ্তাহে কোভিড গ্রাফ খানিকটা নিম্নমুখী হয়েছে। তবে তাতেও কোনওরকম ঢিলেমিতে নারাজ প্রশাসন। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে জমায়েত থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। সেকথা মাথায় রেখেই একগুচ্ছ নির্দেশিকা জারি করল দিল্লি পুলিশ। এছাড়া নিরাপত্তার স্বার্থে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ড্রোন, প্যারাগ্লাইডারস, এয়ার বেলুন ওড়ানো আপাতত নিষিদ্ধ। ২০ তারিখ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।


আরশিকথা দেশ-বিদেশ


তথ্যসূত্রঃ ইন্টারনেট

২৪শে জানুয়ারি ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.