আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গন্ধ শোঁকা ঃ আমেরিকা থেকে রবীন্দ্র চক্রবর্তী

    আরশি কথা


    গন্ধ শোঁকা"


    রাজা উজির সবাই বলে

    নজির যদি চাও,

    নাক ঠেকিয়ে শুঁকতে থাকো

    গন্ধ যদি পাও!


    মন্ত্রী শোঁকে, প্রজা শোঁকে,

    শোঁকে পাড়ার দাদা,

    গন্ধ কি পাস? হুমকি মারে

    রাজার ওই পেয়াদা!


    কেউ বা শোঁকে আতরবাতি

    কেউ বা ফুলের বোকে,

    রান্নাঘরে গিন্নী শুধু

    খাবার গন্ধ শোঁকে!


    গোয়াল ঘরে কাতর গয়লা,

    কপাল বড়ো মন্দ!

    তার নাকেতে ঢুকছে শুধু

    গোবর ছড়া গন্ধ!


    “গন্ধ হারা দাঁড়াও দূরে"

    বদ্যি কড়া স্বরে,

    বললে "আমি সবগুলোরে

    করবো যে একঘরে!"


    পাগল দেশে পাগল নিয়ম

    নাকের কি যে কসুর?

    বলছে নাকি নাকের ভিতর

    বাস করে কোন অসুর!


    - রবীন্দ্র চক্রবর্তী, আমেরিকা 



    আরশিকথা সাহিত্য বিভাগ


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ৯ই জানুয়ারি ২০২২

    3/related/default