আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মৃণালিনী ...... রবীন্দ্র চক্রবর্তী, আমেরিকা

    আরশি কথা

    মৃণালিনী ......


    স্বামী আমার বিশ্বকবি, 

    জানি আমি তাঁর মূল্য; 

    কেমন করে হবো আমি 

    যোগ্য সমতুল্য?


    আমি তো চাই সমান হতে, 

    প্রাণেতে ব্যথা বাজে; 

    করে দে আমায় নতুন তোরা, 

    সাজিয়ে নতুন সাজে। 


    স্বপ্নে দেখি বিধাতা বরে,

    হয়েছি পারদর্শী - 

    ইংরিজিতে কবিতা লিখি;

    অবাক পাড়া পড়শী! 


    উনি পড়েন আমার লেখা 

    উচ্ছ্বসিত স্বরে, 

    গর্বে আমায় জড়িয়ে ধরেন; 

    চোখের সমাদরে! 


    স্বপ্ন ভাঙে, দেখি যে আমি 

    যশোর বাড়ির মেয়ে -

    ধন দৌলত, প্রতিপত্তি 

    কিছুই তো নেই ছেয়ে! 


    আমি তো নই প্রতিভাশালী 

    নই তো কাদম্বরী - 

    সাধারণ অতি, এই লাজেতেই  

    প্রতিদিন আমি মরি। 


    নাম ছিল মোর ভবতারিণী 

    হলেম মৃণালিনী - 

    যা ছিলাম আমি সেই রইলাম 

    নিরাশ হলেন তিনি। 


    আদর করে বলেন আমায় 

    "তুমি তো আমার ছুটি" - 

    কবিতা নাকি ভালোবাসায় 

    দুচোখে উঠে ফুটি! 


    কথার রাজা তুমি আমার 

    প্রাণের প্রিয় স্বামী - 

    ক্ষমা করো মোরে এই জন্মে 

    সমান হই নি আমি!


    = রবীন্দ্র চক্রবর্তী, আমেরিকা

    ২৭শে ফেব্রুয়ারি ২০২২

     

    3/related/default