আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বি-টিভি' ত্রিপুরার ২১তম বর্ষপূর্তিতে দু'দিনব্যাপী সাড়ম্বর উৎসবঃ আগরতলা

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    "সবার সাথে হৃদয় মাঝে"

    করোনা আবহ থেকে স্বস্তি মিলতেই রাজ্য জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে চলছে সাংস্কৃতিক আয়োজন। এর মধ্যেই রাজধানী আগরতলায় জনপ্রিয় চ্যানেল বিটিভি দু'দিনের সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে। তাদের ২১তম বর্ষপূর্তি উপলক্ষে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নম্বর হলে এই বিশাল সাংস্কৃতিক সমারোহের আয়োজন করা হয়েছে। বিটিভি'র পক্ষে মণীষা পাল চৌধুরী এক বিস্তারিত তথ্যে জানিয়েছেন, ভুবনেশ্বরী টেলিভিশনের ২১ তম বর্ষপূর্তি, ২২-এ পা , রবীন্দ্রভবন এক নাম্বার হলে দুদিনের উৎসব (২৬ ও ২৭ ফেব্রুয়ারি), ২৬ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০মিনিটে বর্ণাঢ্য শোভাযাত্রা পাশাপাশি এদিনই ২১ বছর র্পূর্তি উপলক্ষে ২১ জনকে সংবর্ধনা দেয়া হবে। সংবর্ধিত হবেন ডাঃ প্রদীপ ভৌমিক, ডাঃ অচিন্ত্য ভট্টাচার্য , ডাঃ মৃত্যুঞ্জয় পাল, ডাঃ ফণী সরকার , ডাঃ রণবীর রায়, নারায়ন বিশ্বাস , সৌমেন্দ্র নন্দী , ডঃ উত্তম সাহা, নিয়তি রায় বর্মন, দেবাশীষ নাথ, অলকেশ চক্রবর্তী, সমাজসেবী ও প্রাক্তন অধ্যক্ষ  রেবতী মোহন দাস , প্রাক্তন মন্ত্রী জহর সাহা , নকুল দাস, সুভাষ দাস ,সঙ্গীতা দেওয়ানজী ,কল্যাণ গুপ্ত, দীপক নাগ , মনোরঞ্জন দেব, মনীষা সাহা, সুবল বিশ্বাস প্রমুখ। ২৬ ফেব্রুয়ারির সাংস্কৃতিক সন্ধ্যায় নানা পরিবেশনায় থাকছেন বঙ্গীয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ, মূর্ছনা, সৃষ্টি, বিশ্ববীণা , সূরালোক ,আশা সঙ্গীত, রবি অনুরাগ মেঘরঞ্জনি, সুরঙ্গ সংগীত বিদ্যালয়, নালন্দা নতুন কুঁড়ি , অনুরণন, নৃত্যাঙ্গন,নৃত্যলোক, নৃত্যাঙ্কন, নববোধন,  প্রবাহ,  গরিমা ভট্টাচার্য, গান্ধর্বগণ সহ আরও অনেকে।অনুষ্ঠানে যন্ত্র সঙ্গীতে থাকছেন, ধনঞ্জয় সরকার, পার্থ মিত্র, কৃষ্ণ দাস,  পার্শ্বিক ঘোষ।২৬ ফেব্রুয়ারির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, বিধায়ক দিলীপ দাস, পৌরপিতা দীপক মজুমদার, তথ্য-সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস প্রমুখ।              

    ২৭ ফেব্রুয়ারি বিটিভি'র  ২২-এ পা উদযাপনে উপস্থিত থাকবেন তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সমাজকল্যাণমন্ত্রী সান্তনা চাকমা।এদিন সংবর্ধনা জ্ঞাপন করা হবে সাহিত্যিক শ্যামল চৌধুরী, কবি শঙ্খশুভ্র দেববর্মন, , এবং তৃতীয় লিঙ্গ মালা হিজরাকে।এদিনের অনুষ্ঠানে শুরুতেই থাকছে মিউজিক কোরাস।পরিচালনায় রয়েছেন নারায়ণ বিশ্বাস ,সুবল বিশ্বাস , সৌমেন্দ্র নন্দী।এছাড়া বিশেষ পর্বে থাকছে তৃতীয় লিঙ্গদের পরিবেশনায় রাধা ভজন। এদিন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট শিল্পীদের সম্মিলিত পরিবেশনায় যারা থাকছেন তারা হলেন অমর ঘোষ, পুষ্পিতা চক্রবর্তী, নন্দিতা সাহা , পিয়ালী ব্যানার্জি, রাকেশ  কিশোর দেব বর্মন, অপর্ণা চৌধুরি ,তনুময় বিশ্বাস, মৌরিতা রায়, আলিশা চক্রবর্তী, সুব্রত দেবনাথ প্রমুখ।বিশেষ আকর্ষণে থাকছে কলকাতা থেকে আগত সঙ্গীতশিল্পী সুকন্যা কর্মকার এবং বাংলাদেশ থেকে আগত লোকসংগীত শিল্পী তমন্না হক এর পরিবেশনা।যন্ত্র সহযোগিতায় থাকবে ন্যাশনাল রিদম। পরিচালনায় রাকেশ সাহা। সঞ্ছালনায় পিয়ালী ব্যানার্জি এবং বাসুদেব রায়।


    আরশিকথা প্রচার-বিনোদন

    ২৫শে ফেব্রুয়ারি ২০২২

     

    3/related/default