আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পণ্ডিত দীনদয়াল এর প্রয়াণ দিবস পালনে বিজেপি ঃ আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এর প্রয়াণ দিবস উদযাপন করল প্রদেশ বিজেপি। শুক্রবার সকালে এই উপলক্ষ্যে দলের প্রদেশ কার্যালয়ের মূল অনুষ্ঠান হয়।এতে উপস্থিতি ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, দলের সভাপতি ডা: মানিক সাহা, সহ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্য নেতৃত্বরা।


    উপস্থিত সবাই প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। মুখ্যমন্ত্রী বলেন, কর্মযোগী ও একাত্ম মানবতাবাদের প্রণেতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। তিনি নিঃস্বার্থ সেবা ভাবনার প্রতীক।
    সমাজের প্রান্তিক মানুষের উত্থানে তাঁর প্রদর্শিত পথে অনুপ্রাণিত হয়ে সমগ্র দেশের সাথে ত্রিপুরাতেও সার্বিক কল্যাণে নিরন্তর কর্মযজ্ঞ চলছে। এদিকে ডা: মানিক সাহা বলেন, ১৯৬৮ সালের এমনই দিনে অর্থাৎ ১১ ফেব্রুয়ারি মুঘলসরাই স্টেশনে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ক্ষতবিক্ষত দেহ পড়েছিল। আততায়ীরা তাঁকে হত্যা করে। তাঁর প্রদর্শিত পথকে পাথেয় করে এগিয়ে চলেছে বিজেপি।

    আগে দেশ তারপর দল এরপর ব্যক্তি- এটাই দলের মূল মন্ত্র।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১১ই ফেব্রুয়ারি ২০২২
     

    3/related/default