আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্বরাষ্ট্রমন্ত্রীর সমাবেশে বেশি সংখ্যক লোক জড়ো করতে বুথে বুথে তৎপরতাঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমাবেশে বেশি সংখ্যক লোক জড়ো করতে ব্যাপক তৎপরতা চালিয়েছে শাসক দল বিজেপি। চলছে বাড়ি বাড়ি প্রচার, ঘরোয়া সভা,উঠান সভা। বুথ কমিটির সদস্য, ওয়ার্ড কমিটির সদস্য, বিভিন্ন মোর্চার সদস্যদের নিয়ে ছোট ছোট সভা করছেন লোকাল বডির নির্বাচিত জনপ্রতিনিধিরা। পুর নিগাম, পুর পরিষদ, এবং পঞ্চায়েত এলাকায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বৈঠক চলছে। নির্বাচিত প্রতিনিধিরা বুথ সভাপতি ও ওয়ার্ড সভাপতিদের কাছে জানতে চাইছেন কোথায়,কি ক্ষোভ রয়েছে।  জানা গেছে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বুথ সভাপতিদের দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত কার্যকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ৮ তারিখের সমাবেশে নেওয়ার জন্য। প্রতিটি মন্ডলে মন্ডল সভাপতিদের দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি তদারকির জন্য। মন্ডল সভাপতিরা সেই অনুযায়ী ওয়ার্ডে ওয়ার্ডে দায়িত্ব ভাগ করে নিচ্ছেন। বিভিন্ন সভায় উপস্থিত থেকে এরা কার্যকর্তাদের সঙ্গে কথা বলছেন। এলাকার কোথায় কি সমস্যা রয়েছে, কার কি প্রয়োজন তাও জানার চেষ্টা করছেন। পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়োল্লাস ঘিরে যেন কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই বিষয়েও মন্ডলের নেতৃত্ব সজাগ দৃষ্টি দিচ্ছেন। এদিকে অমিত শাহের সমাবেশের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। দল এবং প্রশাসন দুই তরফেই চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে ত্রিপুরাবাসীর জন্য নতুন কি বার্তা দেন এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সৌজন্যে ফেসবুক

    ৬ই মার্চ ২০২২

    3/related/default