যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে পাঠরত রাজ্যের ২ জন ছাত্রী মেঘা ত্রিবেদী এবং জেসমিন দেববর্মা বৃহস্পতিবার রাজ্যে ফিরে এসে সচিবালয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। মুখ্যমন্ত্রী তাঁদের পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্যমুলক সাক্ষাৎকারের সময় দুইজন ছাত্রীর মা-বাবা অন্যান্য পরিজনরাও উপস্থিত এবং ছিলেন।ইউক্রেনে যুদ্ধকালীন পরিস্থিতির বিভীষিকাময় অভিজ্ঞতা সম্পর্কে তারা মুখ্যমন্ত্রীকে অবগত করেন। সৌজন্যমুলক সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে ইউক্রেনের বিভিন্ন সীমান্তে আসা ভারতীয় নাগরিকদের সুরক্ষার সাথে দেশে ফিরিয়ে আনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অত্যন্ত প্রশংসনীয় ও মানবিক পদক্ষেপ। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় কম সময়ের মধ্যেই ভারতীয় নাগরিকরা দেশে ফিরে আসছেন। এই মানবিক পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের অনেক ছাত্রছাত্রী ইউক্রেনে পাঠরত রয়েছে। তাদের মধ্যে দুইজন আজ রাজ্যে ফিরে এসেছে। রাজ্যের অন্য ছাত্রছাত্রীদেরও ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে।আরশিকথা ত্রিপুরা সংবাদ
৩রা মার্চ ২০২২