আগামী ২৬ ও ২৭ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫২ তম অল ত্রিপুরা মেডিকেল কনফারেন্স এবং ষষ্ঠ উত্তর-পূর্বাঞ্চল পূর্বোত্তর আই এম এ কনক্লেভ। রবীন্দ্রভবনে ২৬ মার্চ সন্ধ্যায় এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে ডা: কিশলয় চৌধুরী, ডা: আলেখ্য দাশগুপ্ত,ডা: শ্যামল বণিকসহ ৬ জন ডাক্তারকে সম্মাননা প্রদান করা হবে।
এদিনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কলকাতার শিল্পী ইমন চক্রবর্তী। এদিকে দু'দিনব্যাপী আই এম এ হাউসে হবে চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত আলোচনাসভা।তাছাড়া ২৭ মার্চ সন্ধ্যায় রাজ্যের চিকিৎসকদের মধ্যে সংগীত প্রতিযোগিতাও হবে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৩শে মার্চ ২০২২