Type Here to Get Search Results !

রাস্তায় পড়ে থাকা ‘বিষাক্ত’ টফি খেয়ে প্রাণ গেল ৪ শিশুর

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


রাস্তায় পড়ে থাকা টফি খেয়ে প্রাণ গেল ৪ শিশুর। মৃতদের বয়স ৩ থেকে ৭ বছর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের কুশিনগর এলাকায়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে উত্তরপ্রদেশের কুশিনগরের কাস্য এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত শিশুরা মুশার উপজাতি পরিবারের সন্তান। ‘বিষাক্ত’ টফি খেয়ে মৃত্যু হয়েছে মাঞ্জানা (৫), সুইটি (৩), সমর (২) ও অরুণ (৫) নামে চার শিশুর। এদের মধ্যে মাঞ্জানা, অরুণ ও সমর ভাইবোন। বছর পাঁচেকের অরুণ তাদের প্রতিবেশী। গ্রামবাসীরা জানিয়েছেন, দিলীপনগরের বাসিন্দা মুখিয়া দেবী এদিন সকালে যখন ঘর ঝাঁট দিচ্ছিলেন, সেই সময়ে ঘরের সামনের রাস্তায় একটি প্লাস্টিকের ব্যাগ পান তিনি। তার মধ্যে ছিল পাঁচটি টফি ও কয়েকটি কয়েন। মুখিয়া দেবী তাঁর তিন নাতিকে ওই টফি খেতে দেন, সেই সময় তিন ভাইবোনের সঙ্গে খেলতে এসেছিল পাশের বাড়ির অরুণও। তাকেও একটি টফি দেন তিনি। টফি খাওয়ার পরেই অচৈতন্য হয়ে পড়ে ৪ শিশু। ক্রমশ তাদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর দ্রুত তাদের স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসার সুযোগ মেলেনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান ইতিমধ্যে ওই ৪ শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে উত্তরপ্রদেশে পুলিশ। টফি খেয়ে কীভাবে শিশুদের মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। কুড়িয়ে পাওয়া ব্যাগে থেকে যাওয়া একটি টফি উদ্ধার করেছে পুলিশ। সেটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। 


আরশিকথা দেশ-বিদেশ


তথ্যসূত্রঃ ইন্টারনেট

২৩শে মার্চ ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.