Type Here to Get Search Results !

দ্বিতীয়বার গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রমোদ সাওয়ান্ত

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


সোমবার গোয়ার মুখ্যমন্ত্রী  হিসাবে শপথ গ্রহণ করলেন প্রমোদ সাওয়ান্ত। এই নিয়ে দ্বিতীয়বার গোয়ার মুখ্যমন্ত্রীর আসনে প্রমোদ। ভোটের ফলাফল ঘোষণার প্রায় দু-সপ্তাহ পর শপথ নিলেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ , অমিত শাহ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবসহ অন্যান্য বিজেপিশাসিত রাজ্যের  মুখ্যমন্ত্রীরাও । পাশাপাশি বিজেপির প্রায় ৭০ হাজার কর্মী, সমর্থক শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন।

সবমিলিয়ে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়েই ফের মসনদে বসলেন প্রমোদ সাওয়ান্ত। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে জোর জল্পনা চলছিল তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে পারেন নাড্ডা-শাহ-রা। কিন্তু শেষ অবধি প্রমোদের ওপর ভরসা রেখে লাভই হয় বিজেপি-র। ৪০ আসনের গোয়া বিধানসভা বিজেপি ২০টি-তে জিতে ক্ষমতায় ফেরে। ২০১৭-র চেয়ে ২০২২ বিধানসভায় ৭টি বেশি আসনে জেতে বিজেপি। সেখানে কংগ্রেস ১১টি-তে, আম আদমি পার্টি ২টি, আরজিপি ৩টি, মহারাষ্ট্র গোমন্তক পার্টি ২টি ও গোয়া ফরওয়ার্ড পার্টি ও নির্দল ১টি আসনে জেতে। সানকুয়েল কেন্দ্র থেকে প্রমোদ সাওয়ান্ত জেতেন ৬৬৬ ভোটের ব্যবধানে। ২০০৮ সাল থেকে ভোটের রাজনীতির আঙিনায় পা রাখেন প্রমোদ। কিন্তু জীবনের প্রথম বড় ভোটে হেরে গিয়েছিলেন তিনি। এরপর কাজের মানুষের স্বীকৃতি পেয়ে, দলের প্রতি আনুগত্য দেখিয়ে গোয়ার রাজনীতিতে মনোহর পারিক্করের উত্তরসূরি হয়ে ওঠেন।


তথ্যসূত্রঃ ইন্টারনেট


আরশিকথা দেশ-বিদেশ

২৮শে মার্চ ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.