দেশে করোনার ভয়াবহতা শুরুর পর থেকেই গত দু বছরেরও বেশি সময় ধরে সবার ফোনেই বাধ্যতকামূলকভাবে বেজে ওঠে কোভিড সতর্কতা, টিকা সংক্রান্ত কথা। খোদ অমিতাভ বচ্চনও কলার টিউনে বারবার জানিয়েছেন করোনা বিধির কথা। গত দু বছরে একই কথা শুনতে শুনতে ক্লান্ত মোবাইল ফোন ব্যবহারকারীরা। তবু সাধারণ মানুষকে সচেতন করার এই সুযোগটা সরকার কিছুকেই ছাড়তে চায়নি। আর তাই করোনার দাপট কমে এলেও বেজেই চলেছে সেই কলার টিউন।
অবশেষে দেশে করোনা অনেকটা কমে আসতে সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে কোভিড সতকর্তা নিয়ে কলার টিউন শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে। দেশে দু হাজারের নিচে নেমে গিয়েছে করোনার সংক্রমণ। তবে চিনে করোনার দাপট বাড়ায়, ভারতে কোভিড নতুন করে দাপট ফেরার আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তথ্যসূত্রঃ ইন্টারনেট
আরশিকথা দেশ-বিদেশ
২৮শে মার্চ ২০২২