আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    যদি পাখী হতেম.... ত্রিপুরা থেকে হারাধন দেবনাথ এর কবিতা

    আরশি কথা

    যদি পাখী হতেম....


    আমি যদি হ'তেম পাখী 

                   থাকত দু'টি ডানা-

    উড়ে যেতে নীল আকাশে

                    রইত নাকো মানা।

    সকাল হলে মিষ্টি সুরে

                    ঘুম ভাঙ্গানো গানে,

    উঠত জেগে সুপ্ত  ভূবন

                   আমার মধুর তানে।

    নীড় ছেড়ে দিতেম পাড়ি

                  কোন সুদূরের দেশে,

    পেরিয়ে যেতেম সাগর নদী

                  শূন্যে ভেসে ভেসে ।

    ক্লান্ত হলে পাখা দু'টি

                  চলতে বহু দৃরে -

    ক্ষণিক তরে বিরাম নিয়ে

                 আবার যেতেম উড়ে।

    চলার পথে আকাশ হতে

                  চেয়ে ধরার পানে

    শিহরনে জাগত মনে

                  শূন্যে উড়ার মানে ।

                  ------------


    -  হারাধন দেবনাথ, ত্রিপুরা

    ২০শে মার্চ ২০২২


     

    3/related/default