৪১তম প্রতিষ্ঠা দিবস পালন করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। শনিবার এই উপলক্ষ্যে মেলারমাঠস্থিত সিপিএমের পশ্চিম জেলা কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়। পতাকা উত্তোলনের পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত সবাই। বিশিষ্টদের মধ্যে ছিলেন সাংসদ ঝর্না দাস বৈদ্য, নারী নেত্রী রমা দাস, রূপা গাঙ্গুলীসহ অন্যান্যরা।
রমা দাস তার বক্তব্যে বিগত দিনে গণতান্ত্রিক নারী সমিতি কি কি আন্দোলন করেছে সেই তথ্য তুলে ধরেন। পাশাপাশি বর্তমান সরকারের আমলে নারীঘটিত অপরাধসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা এবং আইন-শৃঙ্খলার অবনতি প্রসঙ্গে শাসক দল ও সরকারের সমালোচনা করেন। নারী সমিতি নারী এবং সমাজের দুর্বল ও পিছিয়ে পড়া অংশের সাথে বরাবরই আন্দোলন চালিয়ে আসছে বলে দাবি করেন তিনি।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১২ই মার্চ ২০২২