Type Here to Get Search Results !

একদিনের রাজ্য সফরে এসে সাব্রুমে কাঁটাতারের বেড়ার কাজ পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


সীমান্ত রক্ষী বাহিনীর বিশেষ বিমানে মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদিনের রাজ্য সফরে আসেন। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাঁকে ঐতিহ্যবাহী রিসা ও পুস্পস্তবক দিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ বিনোদ কুমার সোনকার, মুখ্যসচিব কুমার অলক, পুলিশ মহানির্দেশক ভি এস যাদব, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন ও পুলিশ সুপার বি. জগদিশ্বর রেড্ডি, বিশিষ্ট সমাজসেবী ডা. মানিক সাহা।

এদিন বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রী সাব্রুম মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁঠালছড়িতে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবসহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ। বর্তমানে ৩.২১৪ কিমি কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে। সীমান্তের ২২১৬/৫ নং পিলারের সন্নিকটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিএসএফ-এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং কাঁটাতারের বেড়া নির্মাণ সংক্রান্ত বিষয়ে অবহিত হন। বৈঠকে সাংসদ বিনোদ কুমার সোনকার, মুখ্যসচিব কুমার অলক, বিএসএফ-এর আইজি (আইপিএস) সুশান্ত কুমার নাথ সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

৮ই মার্চ ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.