Type Here to Get Search Results !

আমি মেয়ে বলে? - রতন আচার্য, ত্রিপুরা

আমি মেয়ে বলে?


গর্ভ থেকেই আমার উপর চলছে

প্রকাশ‍্য অথবা গোপনে

আমাকে শেষ করে দেবার নানা চক্রান্ত....!


সবচেয়ে কাছের আপনজন জন্মদাতা মাতাপিতা

ওরাই প্রথম কেটেছিল আমাকে  মেরে ফেলার উদ্বোধনী ফিতা!

বড় অবাক লাগে ---


কন‍্যাভ্রূণ নির্ণয়ের পরে

ওরা আমাকে করতে গিয়েছিল হত‍্যা!

তাদের সঙ্গ দিয়েছিল  কিছু অসাধু ডাক্তার! ছিঃ--

এত অবজ্ঞা!


কোনও ভ্রুক্ষেপ নেই! আজও আছে কি?

কি চেয়েছিলে ওরা?

আমি মরে গেলে তাদের  কমে যাবে বোঝা?


তাহলে ওই যে মন্ত্র উচ্চারণ!

মাতৃরূপেণ সংস্থিতা! শক্তি রূপেণ সংস্থিতা?

মাতৃ বন্দনায় কুমারিপূজা!


সেগুলো ?

সেগুলো কি ভড়ং ?

সেগুলো কি নামকাওয়াস্তে লোকদেখানো বুজরুকির শিক্ষা?

আর কত? আর কত আমাকে দিতে হবে পরীক্ষা?


বারবার কেন আগুনে দাঁড়াতে হবে শুধু  আমাকেই ?

    

- রতন আচার্য, ত্রিপুরা 


৮ই মার্চ ২০২২