Type Here to Get Search Results !

শিক্ষাক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার : নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ৭৫তম প্রতিষ্ঠা দিবসে বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে গুচ্ছ সংস্কার সহ ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। শিক্ষাক্ষেত্রের সার্বিক কল্যাণে গৃহীত কর্মসূচি সম্পর্কে বিদ্যালয়ের প্রার্থনা সভায় আলোচনার মাধ্যমে ছাত্রদের মধ্যে জাগরণ তৈরি করতে শিক্ষকদের ভূমিকা গ্রহণ আবশ্যক। বৃহস্পতিবার নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ৭৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই নেতাজী সুভাষ চন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ।

এদিন nsvagartala.org.in নামে বিদ্যালয়ের ওয়েবসাইটেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারপর পতাকা নেড়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রের সার্বিক উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে রাজ্য সরকার। রাজ্যের ছাত্রছাত্রীরা যেন জাতীয় ক্ষেত্রেও নিজেদের মেলে ধরতে পারে তার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থায় নানা সংস্কার আনা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ছাত্রছাত্রীদের উপযোগী, সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ নির্মাণে অঙ্গিকারবদ্ধ। বিগতদিনে সময়ের সাথে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে অনীহার ফলে বর্তমানে রাজ্য সরকারকে একের পর এক সংস্কারের মধ্য দিয়ে যেতে হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, গণবন্টন ব্যবস্থা থেকে শুরু করে উচ্চশিক্ষা ক্ষেত্র পর্যন্ত স্বচ্ছতার সাথে পরিষেবা প্রদানে সরকার অঙ্গিকারবদ্ধ। রাজ্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরা থেকে বহি:রাজ্যে কর্মরত বিশিষ্ট চিকিৎসকগণ রাজ্যের চিকিৎসার পরিষেবার মানোন্নয়নে আত্মনিয়োগের অঙ্গিকার নিয়ে এগিয়ে আসছেন। যার ফলশ্রুতিতে এক সময়ে রাজ্যের বাইরে কর্মরত বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ কনক নারায়ণ ভট্টাচার্যের হাত ধরে রাজ্যে প্রথমবারের মতো সফল ওপেন হার্ট সার্জারি সম্ভবপর হয়েছে। কিডনি পুনঃস্থাপন সহ অন্যান্য জটিল রোগের চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে সমস্ত ধরণের পরিষেবা প্রদানে পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।

মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষকদের সমাজে এক সম্মানজনক অবস্থান রয়েছে। তাকে কাজে লাগিয়ে জনকল্যাণে গৃহীত বিভিন্ন ইতিবাচক পরিকল্পনা সম্পর্কে সচতনতা তৈরিতে বিশেষ ভূমিকা গ্রহণ করার আহ্বান রাখেন তিনি। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক তথা বিদ্যালয় পরিচালন কমিটির সহ সভাপতি ডা. দিলীপ দাস, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য, সম্পাদক তপন চক্রবর্তী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিব্যেন্দু বিকাশ সেন প্রমুখ।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সংগৃহীত

৩রা মার্চ ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.