Type Here to Get Search Results !

দেশের নিরাপত্তায় কেন্দ্রের নির্দেশে বন্ধ ৩২০ মোবাইল অ্যাপ

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করাই গুরুত্বপূর্ণ। সেজন্য এখনও পর্যন্ত ৩২০টি অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র। বুধবার লোকসভায় জানালেন শিল্প ও বাণিজ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী সোম প্রকাশ। তিনি জানান, তথ্য-প্রযুক্তি আইনের আওতায় ওই ৩২০টি অ্যাপকে নিষিদ্ধ বা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। শিল্প ও বাণিজ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী স্পষ্ট বক্তব্য, দেশের  নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করতেই ওই অ্যাপগুলোকে বন্ধ করা হয়েছে। সোম প্রকাশের অভিযোগ, প্রথমে একবার বন্ধ করার পরেও নাম এবং ভোলবদলে কয়েকটি অ্যাপ পুনরায় বাজারে এসেছিল। ফেব্রুয়ারিতে এমন ৪৯টি অ্যাপকে পুনরায় বন্ধ করা হয়েছে।


আরশিকথা দেশ-বিদেশ


তথ্যসূত্রঃ ইন্টারনেট

২৩শে মার্চ ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.