বীর বিপ্লবী শহীদ ভগৎ সিং এর ৯১তম সংবিধান দিবস পালন করেছে চার বামপন্থী ছাত্র যুব সংগঠন। বুধবার আগরতলায় সিটি সেন্টারের সামনে এই উপলক্ষে এক অনুষ্ঠান হয়। ডি ওয়াইএফ আই, এস এফ আই,টি এস ইউ এবং টি ওয়াই এফের যৌথ উদ্যোগে অনুষ্ঠান হয়েছে।
উপস্থিত ছাত্র-যুবারা শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। বক্তারা ভগৎ সিং এর জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা করেন। এদিকে ভগৎ সিং, রাজগুরু, শুকদেব এর ৯১ তম শহীদান দিবস পালন করেছে সি পি আই এর ছাত্র যুব সংগঠন সারা ভারত যুব ফেডারেশন এবং সারা ভারত ছাত্র ফেডারেশন। কৃষ্ণনগরস্থিত সদর বিভাগীয় কার্যালয়ের সামনে এই উপলক্ষে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে উপস্থিত সবাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৩শে মার্চ ২০২২