Type Here to Get Search Results !

বঞ্চনার অবসান চেয়ে ডেপুটেশন টিএসইসিএল এর কর্মীদেরঃ আগরতলা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


টিএসইসিএল ওয়ার্কার্স এন্ড এমপ্লয়িজ সংঘের পক্ষ থেকে বুধবার ১৬ দফা দাবিতে বিদ্যুৎ নিগমে ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধিদল নিগমের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট আধিকারিকের কাছে দাবিসনদ পেশ করেন। তাদের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ নিগমে অবিলম্বে সার্ভিস রুল চালু করা, বিদ্যুৎ নিগমের সমস্ত শূন্যপদে নিয়োগ,সমস্ত অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, সিনিয়রিটি ভিত্তিতে প্রমোশন, আউটসোর্সিং বন্ধ করে নতুন কর্মী নিয়োগ করে উন্নত পরিষেবা সুনিশ্চিত করা, কারিগরি শাখার কর্মীদের নিরাপত্তাজনিত উন্নত এবং অত্যাধুনিক মানের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা , কর্মরত অবস্থায় দুর্ঘটনাগ্রস্ত বিদ্যুৎ কর্মীদের চিকিৎসার সমস্ত ব্যয় ভার বহন করাসহ আরো কিছু দাবি পেশ করা হয়। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের প্রভারি পি আর বিশ্বাসসহ অন্যান্যরা।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

২৩শে মার্চ ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.