তাৎক্ষণিক সিদ্ধান্ত আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। ফলপ্রসূ ভ্রমণ এ সপ্তাহে আপনার বিধেয়। চূড়ান্ত প্রার্থীর সময় আসন্ন। দীর্ঘস্থায়ী বন্ধুত্ব লাভ। প্রেম প্রীতির ব্যাপারে নিবিড় আনন্দ উৎসবের মরসুমে নিজেকে প্রাণবন্ত অনুভব হবে । স্পৃহা শূন্য হয়ে কাজ করে যান শুফল অবশ্যই পাবেন। সন্তানের ব্যবহার মনে আশঙ্কাকে অনেকটাই বাড়িয়ে তুলবে। হাসি কান্নায় ভরা হবে এ সপ্তাহ আপনার জন্য।
বৃষ রাশি:
শুভসংযোগগুলি বলিষ্ঠ হয়ে উঠবে। বিবাহযোগ্য দের বিয়ের সংযোগ লাভ হবে ।শিক্ষায় উন্নতির যোগ ।কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি হবে ।আধ্যাত্মিক উন্নতি। নানা কাজে ব্যয় বৃদ্ধি ।এ সপ্তাহে ভ্রমণ পরিলক্ষিত হয়েছে। আত্মীয় সমাগমে আনন্দ বৃদ্ধি ।সাবলীল চিন্তার জন্য প্রশংসিত হবেন ,শুভ ফল নিশ্চিত এ সপ্তাহে।
মিথুন রাশি:
অত্যধিক পরিশ্রম এর পরেও নিজের অভিষ্ঠ সম্মান প্রাপ্তিতে বাধা। ক্লান্তি ও মানসিক অবসাদ এ সপ্তাহে আপনার সঙ্গী হতে পারে। ক্ষয়ক্ষতির সম্ভাবনা। ঝামেলা মামলা মোকদ্দমা থেকে নিজেকে দূরে রাখতে চেষ্টা করবেন। চাকুরী প্রার্থীর জন্য বা সংযোগ প্রাপ্তির জন্য উত্তম সময়। সপ্তাহের শেষটা অনেকটা সমস্যামুক্ত হবে।
কর্কটরাশি:
আপনার মমতা ও কল্যাণময় চরিত্রের তৃপ্তির স্বাদ এনে দেবে এ সপ্তাহ। ব্যবসায়ী লাভবান হতে পারেন ।যে কোন কাজ করতে গেলে আপনার অকুতোভয় সঞ্চার হয় ,এর থেকে বেরিয়ে আসতে হবে ।শারীরিক অসুস্থতা ও মানসিক কষ্টের ফল সপ্তাহের শেষটা ব্যয়বহুল হওয়ার সম্ভাবনা শুভাশুভ মিশ্রিত এ সপ্তাহ।
সিংহ রাশি:
কৃতকর্মের সম্মানিত হওয়ার যোগ। মান অপমান কে ভুলে এগিয়ে যেতে হবে। আপনি এ সপ্তাহে' শান্তি সুখের নীড়ে থাকতে চেষ্টা করুন ,ঝগড়া ঝাটি কে এড়িয়ে চলুন এগুলো আপনাদের জীবনের গতিকে অনেকটা কমিয়ে দেবে। বৈবাহিক জীবনে চরম সমস্যার লক্ষণ দেখা যাচ্ছে ।কাছাকাছি যোগাযোগ কমতে থাকবে ।ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হবে।
কন্যা রাশি:
বর্তমান সময় শুভ ।ব্যবসায়ীক শ্রীবৃদ্ধি ও অবিবাহিতদের বিয়ের যোগাযোগ তৈরি হবে। পুরনো কোনো বন্ধু সংস্পর্শে আনন্দ অনুভব হবে। দীর্ঘ মানসিক চাপ মুক্তমনে হবে। সংযোগ বা জনসংযোগ মুলক কোন কাজ থেকে খ্যাতি লাভ ।সাপ্তাহিক শুরু সুখদায়ক হলেও শেষটা মানসিক কষ্ট ও ব্যয়বহুল বলে অনুভূত হবে।
তুলা রাশি:
লাভজনক সংযোগগুলো হঠাৎ যেন থমকে থমকে যাবে। মানসিক অস্থিরতা চঞ্চলতা বেড়ে যাবে ।কর্মক্ষেত্র নিয়ে সশ্তি বা নতুন কর্মক্ষেত্র লাভ, পরিবর্তন। নতুন বন্ধুত্ব লাভ। বিদ্যায় বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য । ভ্রমণে নিবিড় তাল মেলাতে সুখপ্রাপ্তি।
বৃশ্চিক রাশি:
মানসিক চাপ বৃদ্ধি ।সন্তান প্রাপ্তি । ধর্মীয় চিন্তা কর্মক্ষেত্রে ঝামেলা ।ঋণগ্রস্ত হওয়ার যোগ। সপ্তাহের মধ্যভাগে ভ্রমণ হতে পারে। সামগ্রিক শুভ ইঙ্গিতবহ। আপনার গুপ্ত রাগকে সংবরণ করে চলার উপদেশ রইল। রাগের বহিঃপ্রকাশ অনেক সম্পর্ক নষ্ট হতে পারে।
ধনু রাশি:
উদ্দাম চারিত্রিক বলে সমস্ত বাধা-বিপত্তিকে অতিক্রম করতে সক্ষম হবেন ।প্রচুর খরচ করার প্রবণতা জন্যে চিন্তিত হওয়ার কারণ রয়েছে ।অর্থ চিন্তা মনে থাকবে। উত্তরাধিকার প্রাপ্তি হবে। জরা ব্যধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। শিক্ষার উন্নতি ।ব্যবসায় বাধা ।মায়ের শারীরিক উন্নতি ।সপ্তাহের শেষটা অনেকটাই চিন্তা মুক্ত হতে পারবেন।
মকর রাশি:
প্রবাসী থাকতে-থাকতে এখন যেন অনেকটাই ভালো লাগতে শুরু করেছে। অর্থ উপার্জনের নতুন পথ বা সূত্র পেয়ে যাবেন ।যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়ী শ্রী বৃদ্ধি র যোগ। দেশ হিংসা রোহিত জীবন যাপন করার চেষ্টা করুন। যশো প্রাপ্তি নিশ্চিত ।সামগ্রিক সাফল্য এ সপ্তাহে আসবে।
কুম্ভ রাশি:
ঝড়ো হাওয়া আশার পূর্ব-মুহূর্তের মতো জীবনটা থমকে আছে ।সাংস্কৃতিক জগতের লোকদের জন্য চ্যালেঞ্জিং সময় বলতে পারেন ।মানসিক অশান্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। দেখবেন আপনার সৃষ্ট জগত আপনার ভাবনারই অনুকূল ।নৈরাশ্য হতাশাকে জয় করার চেষ্টা করুন ।অপরের ঝামেলাতে নিজের নাক গলাবেন না। সপ্তাহের শেষ টা ভালই আশা করছি।
মীন রাশি:
এ সপ্তাহের শুরু প্রেম ভালোবাসা দিয়ে হবে ।অন্যের ঝামেলায় নাক গলালে নিজেকে দুঃখের শামিল করতে হবে ।মাঝে মাঝে বিরহ যন্ত্রণা উঁকিঝুঁকি মারলেও সামগ্রিক প্রেক্ষাপটে আপনিই জয়ী হবেন ।সাংসারিক প্রতিবন্ধকতা উন্নতির পথকে অনেকটাই রুদ্ধ করবে ।প্রচুর ব্যয় সঙ্কুল জীবন আপনাকে অতিবাহিত করতে হবে এ সময়।
ডঃ পান্না সাহা,অধ্যক্ষা
" কলেজ অব অ্যাস্ট্রোলজি "
ভাটি অভয়নগর,আগরতলা
মোঃ ৯৭৭৪৯৬৫৯৩৫ / ৯৮৬২২০৫৭৩৯
আরশিকথা ভাগ্যফল
১১ই এপ্রিল ২০২২