Type Here to Get Search Results !

পরশ.... অনুভবে চন্দ্রা মজুমদার, ত্রিপুরা

পরশ....


উত্তপ্ত ফুটপাতের শরীরে হাড় মাংস বের করা যন্ত্রণা 

রোদের মতো বিক্ষিপ্ত এক ঝাঁক চুল

শরীরে কখন বাসা বেঁধেছে নেশা

রন্ধ্রে রন্ধ্রে জন্ম নিচ্ছে অনিচ্ছেরা

বিনুনীর ফাঁকে ফাঁকে জমে থাকা দুঃখরা

ধর্ষণের গায়ে প্রলেপ মেখে মেখে জীবিকা নিয়েছে বেছে।


নুতন আঁচলে বাঁধবি যদি সুখ 

পথশিশু করলি কেন আমায়?

      

একটা নুতন সকাল

আজ বাঁধন চাইছে মন

একটুখানি ছুঁয়ে থাকা একটু ভালোবাসা 

শহর জুড়ে আজ তোর পরশ মাখা

আমার সাদা ভাতের চোখে জল

তোর ভাতে একটুখানি ছুঁই।

নুতন সূতো জড়িয়ে গায়ে চৈত্রের হাল খাতা 

তোমার মতো অনেক দূরে

নেতার ভাষনে আছি আমরা

আছি রাজপথে গলিপথে

নগ্ন বিড়ালের থাবার নীচে হয়তো মিলিয়ে যাব কোনদিন।

আজ তোর সুখ আঁচলে একটুখানি ছুঁই।


- চন্দ্রা মজুমদার, ত্রিপুরা

১৫ই এপ্রিল ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.