আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ।। চির প্রণম‍্য ভাষা শহীদ ।। - বিপ্লব গোস্বামী, করিমগঞ্জ,আসাম

    আরশি কথা

    ।। চির প্রণম‍্য ভাষা শহীদ  ।।


    একাদশ শহীদের বুকের রক্তে

    অর্জিত মাতৃভাষার অধিকার,

    যে ভাষার জন‍্য কত ভাষাভক্তে

    দিয়েছে জান বলিদান বারবার।


    কমলা,কানাই,সুকোমল,সচিন্দ্র

    সুনীল,সতেন্দ্র,তরণী প্রণম‍্য তারা

    হিতেশ,কুমুদ,চণ্ডীচরণ,বীরেন্দ্র,

    মায়ের ডাকে জান দিয়েছেন যারা।


    একুশের ডাকে বরকত ,সালাম

    শফিক,রফিক ,জব্বর আর কত,

    আন্দোলনকারী আর কত নাম

    শেষ হবে না অগণিত কত শত।


    দিয়েছে জান তবু দেয়নি জবান

    পরাভূত হয়েছে যত অশুভ শক্তি,

    ফিরিয়ে দিয়েছে মায়ের সম্মান

    দেখিয়ে দিয়েছে মাতৃভাষা ভক্তি।


    বিপ্লব গোস্বামী

    করিমগঞ্জ,আসাম

    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৯শে মে ২০২২


     

    3/related/default