Type Here to Get Search Results !

হুঁসিয়ারিঃ রতন আচার্য, ত্রিপুরা

হুঁসিয়ারি ।।


কমিকের ছল নয়- শ্রমিকের দল,

তাই, হাতজোড় নয়--- করবে দখল।


বায়ে বসেছিল তারা মাঝখানে রাজা,

ডানে ওরা ছিল যারা আজও নেয় মজা!


ডানে যারা ছিল তারা কেড়ে নিল সুখ!

বায়েদের ঘাড়ে চাপে যত দুর্ভোগ।


শোষকের দলটাই পোষকের দল-

শোষিতের হাতে বেড়ি, পায়েতে শিকল!


তার শ্রমে ক্রমে ক্রমে গড়ে সভ‍্যতা,

শোষকেই ভোগ করে,ছেড়ে ভব‍্যতা!


এতকাল নাজেহাল যত ঘাম ঝরবে-

তার দাম নিতে গিয়ে  সংগ্রাম জুড়বে।


তাই মাঝি জোট বাঁধে, হাতে নেয় বৈঠা--

কাচি আর লাঙ্গলের হুঁসিয়ারি ঐটা।।


- রতন আচার্য, ত্রিপুরা

১লা মে ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.