আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সমাজতন্ত্র চাই.....রবিন কুমার দাস,কোলকাতা

    আরশি কথা

    সমাজতন্ত্র চাই.....


    লেনিন তোমার ছোট্ট চোখে গরীব লোকের কাব্য

    দেড়শো বছর পরেও তাই তোমায় নিয়ে ভাববো ,

    লেনিন তোমার স্বপ্ন ছিলো সমাজতন্ত্র আনবে

    সমাজতন্ত্রের মানে তবে গরীবরা সব জানবে ।

    লেনিন তুমি যাদের জন্য এই ছবিটা আঁকো 

    চেয়ে দেখ তারাই তো আজ পেরোচ্ছে আজ সাঁকো,

    দেখছো পাহাড় পেরিয়ে গেছে ঘিরছে শহর-গ্রাম

    ওরা হলো খেটে খাওয়া সবার লেনিন নাম ।

    লেনিন তোমার স্বপ্নের রঙ ঠিক ছিল কি কাল

    ভোরের ওঠা সূর্যের মত টুকটুকে সে লাল ,

    লাল মানেতো রুখে দেওয়া, রুখে দেবে কাকে

    গরীবদের ধন লুটছে যারা সেই সাম্রাজ্যবাদটাকে ।

    তোমার স্বপ্ন সার্থক হোক চায়না পুঁজিবাদ

    ধনতন্ত্র পেয়েছে আজ পুঁজি গড়ার স্বাদ !

    কিন্তু লেনিন তোমার আমার মতটাতো একটাই

    শোষণ মুক্ত বিশ্ব গড়তে সমাজতন্ত্রই চাই ।



    -রবিন কুমার দাস,কোলকাতা

    ১লা মে ২০২২ 

     

    3/related/default