লেনিন তোমার ছোট্ট চোখে গরীব লোকের কাব্য
দেড়শো বছর পরেও তাই তোমায় নিয়ে ভাববো ,
লেনিন তোমার স্বপ্ন ছিলো সমাজতন্ত্র আনবে
সমাজতন্ত্রের মানে তবে গরীবরা সব জানবে ।
লেনিন তুমি যাদের জন্য এই ছবিটা আঁকো
চেয়ে দেখ তারাই তো আজ পেরোচ্ছে আজ সাঁকো,
দেখছো পাহাড় পেরিয়ে গেছে ঘিরছে শহর-গ্রাম
ওরা হলো খেটে খাওয়া সবার লেনিন নাম ।
লেনিন তোমার স্বপ্নের রঙ ঠিক ছিল কি কাল
ভোরের ওঠা সূর্যের মত টুকটুকে সে লাল ,
লাল মানেতো রুখে দেওয়া, রুখে দেবে কাকে
গরীবদের ধন লুটছে যারা সেই সাম্রাজ্যবাদটাকে ।
তোমার স্বপ্ন সার্থক হোক চায়না পুঁজিবাদ
ধনতন্ত্র পেয়েছে আজ পুঁজি গড়ার স্বাদ !
কিন্তু লেনিন তোমার আমার মতটাতো একটাই
শোষণ মুক্ত বিশ্ব গড়তে সমাজতন্ত্রই চাই ।
-রবিন কুমার দাস,কোলকাতা
১লা মে ২০২২