Type Here to Get Search Results !

" গুরুদেব " -- রবীন্দ্র চক্রবর্তী, আমেরিকা

" গুরুদেব "


বৈশাখ মাসে অঞ্জলি দিই 

পুরোনো বছর খানা; 

তোমার গানেতে নবীন বরণ 

মন্ত্র নেই তো জানা! 


প্রতিদিন রবি দিয়ে যান দিশা 

আশীষ মাখানো আলো,

বলে যান কানে, আঁধার গগনে 

নিজের আগুন জ্বালো - 


ভারত রয়েছে মনের মাঝারে 

মধুস্মৃতি মনোভূমি, 

বাঙালি বলে যে গর্ব আমার,  

প্রধান কারণ তুমি।


- রবীন্দ্র চক্রবর্তী, আমেরিকা 

২৫শে বৈশাখ, ২০২২ইং 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.