মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা মহিলা মোর্চার ঃ আগরতলা

আরশি কথা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী মানিক সাহাকে সংবর্ধনা দিলো মহিলা মোর্চা। শনিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।



ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ঝর্ণা দেববর্মাসহ অন্যান্য নেত্রীরা। উত্তরীয় স্মারকপত্র ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। মানিক সাহাও মহিলা মোর্চার বোনেদের শুভেচ্ছা জানান।

মহিলা মোর্চার কাজের প্রশংসার পাশাপাশি আগামী দিনে সাংগঠনিক ক্ষেত্রে এবং রাজ্যের উন্নয়নে আরো অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

২১শে মে ২০২২
 

3/related/default