প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী পালন করল প্রদেশ কংগ্রেস। অন্যান্য বারের মতো এবছরও মূল অনুষ্ঠান হয় কংগ্রেস ভবনের সামনে। এদিন জাতীয় পতাকা, দলীয় পতাকা ও অন্যান্য শাখা সংগঠনগুলির পতাকা উত্তোলনের পর রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সবাই।
বিশিষ্টদের মধ্যে ছিলেন সভাপতি বীরজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মন, আশীষ কুমার সাহাসহ অন্যান্যরা। শনিবার সকালে বৃষ্টি উপেক্ষা করেই এই কর্মসূচি পালন করা হয়।
এদিকে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রক্তদান শিবির করে সদর জেলা কংগ্রেস। কংগ্রেস ভবনে আয়োজিত হয় এই রক্তদান শিবির। দলীয় কর্মীদের বেশ উৎসাহ নিয়ে রক্তদান করতে দেখা গেছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২১শে মে ২০২২