আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে গৃহীত চার সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথা:


    মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার সভাপতিত্বে নবগঠিত রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবার দুপুরে মহাকরণে অনুষ্ঠিত হয়। বৈঠকে চারটি সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। বিকেলে মহাকরণের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ জানান। মন্ত্রিসভার সদস্য শ্রীচৌধুরী জানান, আজ শুধুমাত্র নীতিগতভাবেই চারটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গৃহীত সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে, রাজ্যের দিব্যাঙ্গজনদের সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা সহ অর্থনৈতিক, সামাজিক মান উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি জানান, জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে আদিম জাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে রাজ্যের আদিম জাতি গোষ্ঠীর সার্বিক উন্নতিতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে।

    মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে খুব শীঘ্রই রাজ্য স্বাস্থ্য নীতি গ্রহণ করা হবে। মন্ত্রী আরও জানান, রাজ্যের আর্থ সামাজিক অবস্থার উন্নতি, রাজ্যের বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি রাজ্যের এবং বহির্রাজ্যের উদ্যোগীদের রাজ্যে বিনিয়োগের লক্ষ্যে ত্রিপুরা রাজ্য আইটি পলিসি পুনরুজ্জীবিত করা হবে। তিনি বলেন, ২০১৭ সালে রাজ্য আইটি পলিসি তৈরি করা হয়েছিল। ইতিমধ্যেই এর সময়সীমা শেষ হয়ে গেছে। আগামীদিনে রাজ্য আরও অগ্রগতির দিকে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১৬ই মে ২০২২

     

    3/related/default