Type Here to Get Search Results !

গোমতী জেলায় তামাক বিষয়ক কর্মশালা ঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


ভলান্টারী হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরার এবং গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে তামাক বিষয়ক একদিনের কর্মশালা হয় গত ২৪ মে। জেলাশাসকের কনফারেন্স হল এ অনুষ্ঠিত হয় এই কর্মশালা। উপস্থিত ছিলেন গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক অরুণ কুমার রায় সহ ভ্যাট'র তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সুজিত ঘোষ, অতিরিক্ত পুলিশসুপার, জেলা শিক্ষা আধিকারিক লক্ষণ দাস, জেলা তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের আধিকারিক ডাক্তার অর্জুন সাহা প্রমুখ। অতিরিক্ত জেলাশাসক ভ্যাট কে এমন একটি বিষয় নিয়ে কাজ করার জন্য ধন্যবাদ জানান। বক্তারা তামাকের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন দপ্তরের অধিকারিকগণদের দায়িত্ব নিয়ে কাজ করতে বলেন। তামাক নিয়ন্ত্রণ এর ব্যাপারে বিশেষ করে বিদ্যালয়স্তরের এবং কলেজ পড়ুয়াদের আরও সচেতন করে তোলার ব্যাপারে জোর দেন তারা। এক্ষেত্রে শিক্ষকদের আরও যত্নবান হবার বিষয়ে গুরুত্ব দেন বক্তারা। পরবর্তী সময়ে টেকনিকাল সেশন এ তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের দুইজন আধিকারিক গৌতম দেব এবং অরিজিৎ দাস বিস্তারিত আলোচনা করেন। উনারা জাতীয় তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের বিভিন্ন কাজকর্মের বিবরণ দেন। তামাক আমাদের শরীরে কি কি সমস্যা তৈরি করে তার বর্ণনা দেন। তাছাড়া তামাক বিরোধী আইন ২০০৩ এর সেকশন ৪, ৫, ৬ এবং ৭ নিয়ে আলোচনা করেন। কর্মশালার শেষ পর্বে উপস্থিত সকলে গোমতী জেলাকে তামাকমুক্ত করার নানা পরিকল্পনা নেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

২৭শে মে ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.