আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অক্ষয় তৃতীয়া উপলক্ষে স্বর্ণকমল জুয়েলার্সের মেগা ড্র ঃ আগরতলা

    আরশি কথা

    আরশিকথা ডেস্ক, আগরতলাঃ


    স্বর্ণকমল জুয়েলার্স আয়োজিত অক্ষয় তৃতীয়া অফারের মেগা ড্র অনুষ্ঠিত হয় শুক্রবার। এইচজিবি রোডস্থিত প্রতিষ্ঠানের শো-রুমে এদিন মেগা ড্র অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, প্রতিবছরই অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে এ ধরনের আয়োজন করে থাকে এই প্রতিষ্ঠান। ক্রেতাদের দেয়া হয় আকর্ষণীয় নানা উপহার। স্বর্ণকমল জুয়েলার্সের মেগা ড্র বিজয়ী হয়েছেন শঙ্করী বর্মন। তার বাড়ি তেলিয়ামুড়ায়। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি হীরার নেকলেস।

    ডেইলি লাকি ড্র বিজয়ী হয়েছেন ২৪ জন। তাদের প্রত্যেককেই গোল্ড কয়েন দেয়া হয়। প্রতিষ্ঠানের কর্ণধার গোপাল নাগ বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন।


    আরশিকথা প্রচার-বিনোদন বিভাগ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ২৭শে মে ২০২২
     

    3/related/default