Type Here to Get Search Results !

নজরুলের চিন্তা চেতনায় আগামী প্রজন্মকে সমৃদ্ধ করে তুলতে হবে : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


ভারত-বাংলাদেশের বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অবদান কারো অজানা নয়। নজরুল ইসলামের চিন্তাধারাকে ভিত্তি করে আমাদের সাহিত্য ও সংস্কৃতিকে যেমন এগিয়ে নিয়ে যেতে হবে, তেমনি নজরুলের চিন্তা চেতনায় আগামী প্রজন্মকে সমৃদ্ধও করে তুলতে হবে। বৃহস্পতিবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে নজরুল কলাক্ষেত্রে আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী।

আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা উচ্চশিক্ষা পর্ষদের চেয়ারম্যান অরুণোদয় সাহা, ত্রিপুরার চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে গোয়েল ও অধিকর্তা রতন বিশ্বাস প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শুরুতে অতিথিরা নজরুল কলাক্ষেত্র প্রাঙ্গণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও বলেন, সংস্কৃতি-সাহিত্য ছাড়া মানুষের মনের ভাব প্রকাশ সম্ভব নয়। এক্ষেত্রে রবীন্দ্র-নজরুল সাহিত্যের মাধ্যমে মনের ভাব প্রকাশ করার যে দিশা দেখিয়েছেন সেই দিকে নবীন প্রজনাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রতিবছর সরকারি উদ্যোগে তাঁদের জন্মজয়ন্তী পালন করা হয়।
তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আশা প্রকাশ করেন নজরুলের চিন্তা চেতনায় সমৃদ্ধশালী হলে দেশপ্রেম ও সৌভ্রাতৃবোধ সম্পন্ন সমাজ গড়ে উঠবে। যা আগামীদিনে দেশকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে। সকলকে সমাজের ভালো দিকগুলোকে সামনের দিকে নিয়ে আসার জন্য তথ্য ও সংস্কৃতি মন্ত্রী এদিনের অনুষ্ঠানে আহ্বান জানান।
অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

২৬শে মে ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.