Type Here to Get Search Results !

সন্ত্রাস মোকাবেলায় সমস্ত বিরোধীদের বৈঠকে ডাকবেন সুদীপ ঃ আগরতলা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


রাজ্যে বর্তমানে দেশের সন্ত্রাসের পরিস্থিতি চলছে তা কিভাবে মোকাবেলা করা যায় তার জন্য সমস্ত বিরোধী দলগুলোকে নিয়ে শীঘ্রই বৈঠক ডাকবেন সুদীপ রায় বর্মন। রবিবার পুলিশের সামনে কংগ্রেস ভবন আক্রান্ত হওয়ার পর সেখানে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন শ্রী রায় বর্মন। পাশাপাশি তিনি এও বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনুগামীরা বর্তমান মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি কলুষিত করার জন্য হামলা সন্ত্রাসের জঘন্য রাজনীতি করছে। সুদীপবাবু অভিযোগ করে বলেন, বিজয়ী হওয়ার পর তিনি যখন কংগ্রেস ভবনে এসেছেন তখন বাইক বাহিনী কংগ্রেস ভবনের সামনেই এক সংখ্যালঘু সম্প্রদায়ের যুবককে ছুরিকাহত করে। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তখন অন্যান্য কর্মীরা হই হই করে এগিয়ে এলে কংগ্রেস নেতৃত্ব তাদের ডেকে নিয়ে আসেন।দুষ্কৃতীরা পুলিশের সামনেই ইটপাটকেল ছুঁড়ে। কংগ্রেস ভবনের সামনে বাইক, স্কুটিগুলো ভেঙে দেয়। শ্রী রায় বর্মন আক্ষেপ করে বলেন, পুলিশকে বলে বলে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ ও উষ্মা ব্যক্ত করেন তিনি।ব্যাপক প্রতিবন্ধকতার মধ্যেও ৬ নং আগরতলা কেন্দ্রের জনগণ যেভাবে তাকে জয়ী করেছেন তার জন্য তিনি এই জয় ৬ নং আগরতলা কেন্দ্রের ভোটারদেরকেই উৎসর্গ করেছেন। তিনি কীভাবে তাদের এই ঋণ চুকাবেন তা জানেন না। তবে মৃত্যুর আগে পর্যন্ত চেষ্টা করে যাবেন। বড়দোয়ালী কেন্দ্রে যদি ব্যাপক সন্ত্রাস না হতো তাহলে সেই কেন্দ্রেও আশীষ সাহা-ই জয়ী হতেন বলে জানান তিনি।

সাংবাদিক সম্মেলনে তার পাশেই ছিলেন আশিষ বাবু। সুদীপবাবু আরও বলেন, মুখ্যমন্ত্রী যে রাজধর্ম পালনের শপথ নিয়েছেন তা যেন তিনি পালন করেন। শুধু আগরতলাতেই নয় তেলিয়ামুড়া কল্যাণপুরসহ বিভিন্ন জায়গায় নতুন করে শাসক দল সন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

২৬শে জুন ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.