আইএলএস হাসপাতাল আগরতলায় ত্রিপুরা রাজ্যে প্রথমবার কিডনি বায়োপসি করা হয়েছে৷১৩ জুন তারিখে আইএলএস হাসপাতাল আগরতলার নেফ্রোলজিস্ট ডাঃ অনুপম মজুমদার কিডনি বায়োপসি করেছেন।
কিডনি বায়োপসি হল, কিডনি টিস্যুর একটি ছোট টুকরো অপসারণের একটি পদ্ধতি, যা ক্ষত বা রোগের লক্ষণ গুলির নির্ণয়ের জন্য পরীক্ষা করা হয় ।
কিডনি সমস্যা নির্ণয়ের জন্য ডাক্তার কিডনি বায়োপসি করার পরামর্শ দেন। কিডনির অবস্থা কতটা গুরুতর তা দেখতে বা কিডনি রোগের চিকিৎসা নিরীক্ষণ করতেও এটি ব্যবহার করা হয়। যাদের কিডনি প্রতিস্থাপন করা হয় তাদের কিডনি সঠিকভাবে কাজ করছে কিনা সেটা জানার জন্যও কিডনি বায়োপসি করা যেতে পারে।
এখন থেকে কিডনি বায়োপসির জন্য রাজ্যের বাইরে যেতে হবে না, আগরতলার আইএলএস হাসপাতালেই কিডনির বায়োপসি করা যাবে।
আরশিকথা স্বাস্থ্য কথা
১৪ই জুন ২০২২