আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ।। আধুনিকতা ।। - রবীন্দ্র চক্রবর্তী, আমেরিকা

    আরশি কথা

    ।। আধুনিকতা  ।।


    আকাশ-ছোঁয়া স্বপ্ন আর 

    আধুনিকতার ধোঁয়া - 

    জীবনখানা অতিষ্ঠ আজ; 

    অর্থ যে যায় খোয়া! 


    এই যুগেতে চারপাশেতে 

    সস্তা বাহবা, 

    আকাশেতে উড়িস নে তুই 

    মাটিতে রাখ পা! 


    দেখবি আজও আছে বেঁচে  

    বাঁচার আনন্দ; 

    মাটির মাঝেই লুকিয়ে থাকে  

    মায়ের সুগন্ধ!


    - রবীন্দ্র চক্রবর্তী, আমেরিকা


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১০ই জুলাই ২০২২

     

    3/related/default