।। খোকার সাধ ।। - জবা পাল দত্ত, ত্রিপুরা

আরশি কথা

।। খোকার সাধ ।।


খোকা বাবুর  বড্ড  সাধ

বড়  হবে  যখন ,

মনের মত সাজাবে মাকে

এই  তার  পণ।


বসাবে  মাকে  সিংহাসনে

দেবীর    মত সাজে।

পূজবে মায়ের চরণ যুগল

রাখবে  হৃদি  মাঝে।


মায়ের  সাথে  নিত্যদিন

বলবে  মধুর কথা।

কেঁদে  কেঁদে  বলবে মাকে

প্রাণের যত ব্যাথা।


বড় হোক  খোকাবাবু

করি  আশীর্বাদ

সকল দেশে ছড়িয়ে পড়ুক

খোকার   সংবাদ।


- জবা পাল দত্ত, ত্রিপুরা


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

১০ই জুলাই ২০২২ 

 

3/related/default