Type Here to Get Search Results !

বেঁচে থাকার আখ্যান..... মণীষা গুপ্ত পাল, ত্রিপুরা

বেঁচে থাকার আখ্যান.....


ভাঙাচোরা মাটির সংসার ,

দিনান্তে অশ্রু উৎসব। 

দীর্ঘ অভিমান জমে নিখাদ পলি স্তুপ। 

বীজটা বপন করেছিল যে ঈশ্বরের দূত, 

৺তার প্রতি পবিত্র ভালোবাসা নেই,

 আছে শুধু একরাশ ধু-ধু মরুর তপ্ত দীর্ঘশ্বাস।


ধোঁয়াটে দুপুর জুড়ে অস্পষ্ট কথাদের খেলাঘর ।

চারিদিকে হাজারো কন্ঠের একটাই স্তুতি -

সবই কপাল!

ভবিতব্য আর কাকে বলে?

জীবনের রঙিন দিকগুলো হারিয়ে গেছে সেই কোন কালে?

এ কাব্যে লেখা নেই সুখ ,

আছে শুধু ক্লান্ত, অবসন্ন গোধূলির বিষাদ মাখা 

এক জীবন্ত

ঈশ্বরীর করুণ মুখ।


- মণীষা গুপ্ত পাল, ত্রিপুরা


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

১০ই জুলাই ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.