আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বনধ প্রত্যাহার করে ধরনা ও বিক্ষোভের ঘোষণা প্রদেশ কংগ্রেসের ঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ



     আগামী ২১ জুলাই ধলাই,উনকোটি ও উত্তর জেলায় বনধ পালন করছে না প্রদেশ কংগ্রেস। বনধ ডেকেও তা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। শুক্রবার কদমতলা বাজারের ব্লক কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর সেখানেই এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা। তিনি বলেন, ইডি অফিসে সোনিয়া গান্ধী যাবেন ২১ জুলাই। তাই ওই দিন সারাদেশের সঙ্গে রাজ্যেও ই ডি এর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হবে। উষা বাজারস্থিত ইডিএর কার্যালয়ের সামনে বেলা ১১ টা থেকে বিক্ষোভ শুরু হবে।


    তিনি অভিযোগ করে বলেন, ইডি ইচ্ছাকৃতভাবে হেনস্থা করার জন্য সোনিয়া গান্ধীকে  তলব করেছে। তার আগে রাহুল গান্ধীকেও তলব করা হয়েছিল। তখনও ই ডি এর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছিল প্রদেশ কংগ্রেস। বীরজিৎ আরো বলেন, ২২ জুলাই প্রতিটি জেলায় কংগ্রেস অফিসের সামনে এক ঘন্টা ধর্না প্রদর্শন করা হবে। ব্যাপক সংখ্যক কংগ্রেসের কর্মী- সমর্থকরা এই কর্মসূচিগুলিতে অংশ নেবেন বলে জানান তিনি।
    জনগণের স্বার্থে কংগ্রেসের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বীরজিৎ বাবু। এদিনের সাংবাদিক সম্মেলনে উত্তর জেলার কংগ্রেস নেতৃত্বরাও উপস্থিত ছিলেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সংগৃহীত 

    ১৫ই জুলাই ২০২২

    3/related/default