আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ।। রথযাত্রার দৃশ্য ।। - ডাঃ রূপক পোদ্দার, ত্রিপুরা

    আরশি কথা


    ।।  রথযাত্রার দৃশ্য ।।


    কেন বসে আছিস ঘরে?

    ঐ দেখ রথে করে জগন্নাথ বলরাম আর সুভদ্রা যাচ্ছে চড়ে।

    ছুটছে মানুষ টানছে রথের দড়ি। 

    আনন্দের বন্যায় ভাসছে সবাই খুশির জুয়ারে।

    রথের চাকা দেখ ঘুরছে বন বন করে এগিয়ে চলছে যে 

    হাজারো লক্ষ্য মানুষের ভালোবাসার টানে। 

    সোনার ঝারনে উড়ে রাস্তার ধূলোবালি।

    আদুল গায়ের ভিক্ষুককে দিলো দূরে সরিয়ে রাজ রক্ষীগন। 

    সাতদিনের  ক্ষুধার জন্য চেয়েছিল দুটো চাল আর বাতাসা। 

    ঐ উঁচু রথগুলি থেকে রক্ষীর আঘাতে পেট ভরে গেলো তার। 

    জীবে প্রেমের বাণী  বিফলে দেখিয়া 

    নিজেকে ধিক্কারিল  অন্তর্যামী 

    মনে ভাবিল হায় রে   রথযাত্রা।


    - ডাঃ রূপক পোদ্দার, ত্রিপুরা

    ১লা জুলাই,২০২২

    3/related/default