আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কংগ্রেসের সভায় হামলা, গাড়ি ভাঙচুর

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    উপনির্বাচনে সুদীপ রায় বর্মনের উপর হামলার রেশ কাটতে না কাটতেই ফের কংগ্রেস নেতৃত্বের উপর হামলা। এআইসিসি-এর সম্পাদিকা জরিতা লেতফলাঙ্গ ও প্রদেশ কংগ্রেস নেতা আশীষ কুমার সাহার গাড়িতে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। ঘটনা মঙ্গলবার দুপুরে বিশ্রামগঞ্জ এলাকায়। জরিতা লেতফলাঙ্গ জানান, বিশ্রামগঞ্জে তাদের একটি দলীয় কর্মসূচি ছিল। সেই জায়গা থেকে কিছুটা দূরে বিজেপি'র একটি কার্যালয় রয়েছে। সেখান থেকে কুড়ি থেকে ত্রিশ জন দুষ্কৃতকারী এসে দুটি গাড়িতে ভাঙচুর চালায়।

    গাড়ির কাঁচ ভেঙে গুড়িয়ে দেয়। পুলিশের সামনেই দুর্বৃত্তরা ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন তিনি। শেষ পর্যন্ত পুলিশের ডিজিকে ফোন করা হলে নিরাপত্তা মেলে।
    তিনি তীব্র ক্ষোভের সঙ্গে বলেন, ত্রিপুরায় মানুষের কোন নিরাপত্তা নেই। সরকার মানুষকে সুরক্ষা দিতে পারছে না। এদিকে এই ঘটনা ঘিরে বিশ্রামগঞ্জ এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সংগৃহীত

    ১২ই জুলাই ২০২২
     

    3/related/default