সম্প্রতি আসামের শিলচরে বন্যায় ক্ষতিগ্রস্থদের প্রতি নানাভাবে সহায়তার বাড়িয়ে দিয়েছে ত্রিপুরা রাজ্য। শুক্রবার ভলান্টিয়ারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরার তরফেও শিলচরে বন্যা দুর্গতদের উদ্দেশ্যে ত্রাণ সামগ্রী পাঠানো হয়। এদিন রাজধানী আগরতলার উজ্জয়ন্ত প্রসাদের সামনে থেকে ত্রানবাহী গাড়ি যাত্রা শুরু করে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারসহ ভলান্টিয়ারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরার সদস্যরা সবুজ পতাকা নেড়ে গাড়িটির যাত্রা শুরু করান।
এই প্রসঙ্গে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, দীর্ঘদিন বন্যার কবলে পড়ে শিলচরের বেশিরভাগ মানুষ সর্বস্বান্ত হয়ে গিয়েছেন। বন্যার কারণে অনেকের ঘর বাড়ি নষ্ট হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অন্যান্য জায়গার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের বহু সংগঠন সামাজিক সংস্থা তাদের পাশে দাঁড়িয়েছে। ভলান্টিয়ারি হেলথ এসোসিয়েশনও তাদের পাশে দাঁড়িয়ে খাবারসহ জরুরি সামগ্রী পাঠাচ্ছে। এইজন্য তিনি সংস্থার সকল সদস্যদের সাধুবাদ জানান।ভলান্টিয়ারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুজিত ঘোষ বলেন, এদিন তারা ট্রাকে করে মোট ১ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী শিলচর পাঠাচ্ছেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য যেমন চাল তেল ডাল লবণ সয়াবিন ইত্যাদ এবং স্যানিটারি কিট।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৫ই জুলাই ২০২২