আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ১ আগস্ট থেকে আন্দোলনে নামবে ক্ষেতমজুররা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    আগামী ১ আগস্ট থেকে রাজ্যের সবকটি জেলায় আন্দোলন কর্মসূচি পালন করবে ক্ষেতমজুর ইউনিয়ন। শুক্রবার মেলার মাঠের ছাত্র যুবক ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল দে।

    তিনি বলেন, রাজ্যে কাজ ও খাদ্যের সংকট চলছে। বর্তমান অর্থ বছরে এখন পর্যন্ত রেগায় মাত্র সাত-আট দিনের কাজ হয়েছে। কাজ করেও ঠিকভাবে মজুরি পাচ্ছেন না বেকাররা। ফলে শহরে কাজের জন্য শ্রমিকের ভিড় বাড়ছে। তিনি চিকিৎসা ব্যবস্থা, পানীয় জল পরিষেবা, বেহাল রাস্তাঘাট, বিদ্যুতের অপ্রতুলতা এ সমস্ত বিভিন্ন পরিষেবা নিয়েও সরকারকে কটাক্ষ করেন। শ্যামলবাবু রাজ্যে প্রতিনিয়ত সন্ত্রাসের অভিযোগ আনেন। তিনি বলেন, যুব সমাজ নেশা সামগ্রীর ব্যবহার ও নেশাদ্রব্য পাচার বাণিজ্যে জড়িয়ে পড়ছে। রাজ্যজুড়ে একটি অস্থির পরিস্থিতি বিরাজ করছে বলে অভিযোগ করেন তিনি। শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে সংগঠন আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১৫ই জুলাই ২০২২
     

    3/related/default