Type Here to Get Search Results !

বাইশে শ্রাবণ স্মরণ-পরিক্রমা" - কলকাতা থেকে বিশিষ্ট কবি জয়দীপ চট্টোপাধ্যায়

বাইশে শ্রাবণ স্মরণ-পরিক্রমা"


বাইশে শ্রাবণ স্মরণ-পরিক্রমা

সবুজ আবহে চিরচেনা আবাহন

শিউলি-গোলাপ স্মৃতি তর্পণে ভাসে

মেঘমল্লার ছুঁয়ে যায় তনুমন।


তোমার সৃজন মাটি ফুঁড়ে ওঠা প্রাণ

অমৃতমন্ত্র আত্মার জাগরণ

আলোকবর্ষে পাঠানো রঙিন চিঠি

স্বপ্নদ্যুতিতে মুখরিত তপোবন।


বর্ণমালায় ধরা আছে আলোছবি

প্রতিবাদ-প্রেমে প্রবহমানের ভাষা

মানুষের গান মুছেছে অন্ধকারে

কুটিল শকুনি খেলে চলে আজো পাশা।


পৃথিবী হয়েছে রঙিন ভুবনগ্রাম

প্রযুক্তি আজ ভিনগ্রহে দেয় পাড়ি

তবুও মানুষ হানাহানি দিশাহীন

কাঁদছে জীবন সন্ত্রাস, অতিমারী।


মহাসংকটে চিরায়ত বাতিঘর

বিপদসীমায় বয়েই চলেছে জল

দুর্নীতি আজ সমাজ ব্যাধির নাম

শুভ ও অশুভে সংগ্রামী দোলাচল।


বাইশে শ্রাবণ স্মরণ-পরিক্রমা

হাওয়ার শরীরে নন্দিত কলতান

অমর্ত্যলোকে জ্বলে ওঠে অপরূপ

প্রবাহিত প্রাণে মানুষের জয়গান।


-  জয়দীপ চট্টোপাধ্যায়, কলকাতা


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

৭ই আগস্ট ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.