ভারতের প্রতি জয়ে যাঁর গান বাজে,
যাঁর নামে নতশিরে বিশ্ব বিরাজে -
কে বলে গো তিনি নেই আমাদের সাথে?
রবির আশীষ আসে প্রতিটি প্রভাতে!
শ্রাবণ-করুণ ঘন যত অশ্রু ধারা,
তাঁরই আশীষ যেন বয়ে আনে তারা।
যেদিন লুকান রবি মেঘের আড়ালে,
ঈশ্বর তাঁর হয়ে জাগেন অন্তরালে।
- রবীন্দ্র চক্রবর্তী, আমেরিকা
৮ই আগস্ট ২০২২