শারীরিক অসুস্থতা ,কাজে-কর্মে বাধা-বিপত্তি, এক্সিডেন্ট ,রক্তপাত ইত্যাদি নিয়ে সাপ্তাহিক শুরু। গৃহস্থলীর ব্যাপারে নতুন সম্ভাবনার সূত্রপাত হতে পারে ।কর্ম ক্ষেত্রে দোলাচলতা অনেকটাই বৃদ্ধি পাবে ।ব্যবসায়ীদের ব্যবসায়িক প্রতিবন্ধকতা তৈরি হতে পারে ।আশা ভঙ্গ হবেন ।বিদ্যার্থীরা নতুন উদ্দীপনায় উদ্দীপিত হবেন ।সপ্তাহের মধ্যভাগে শত্রুদের তৎপরতা মানসিক কষ্টের কারণ হয়ে যাবে ।কোন ধরনের বদনাম অপবাদ আপনার প্রতিভার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়াবে।
মিথুন রাশিঃ
শরীর স্বাস্থ্য নিয়ে অনেকটাই নেতিবাচক পরিস্থিতি দিয়ে অগ্রসর হতে হবে ।পরিবার পরিজন এবং সঞ্চিত অর্থ ব্যয় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে ।বহুমুখী প্রতিভা তথা যোগাযোগ স্থাপন করতে পারবেন। সন্দেহবহুল পরিস্থিতিতে বা পরিস্থিতির জন্য হয়রানি হতে পারে ।সপ্তাহের শেষের দিকে সমস্যা সমাধান হবে ।ব্যবসায়ীদের লাভ জনক পরিস্থিতি তৈরি হবে ।আত্মসম্মানবোধ ফিরে পাবেন বিষন্নতা কাটিয়ে উঠতে পারবেন।
বৃষ রাশিঃ
আপনার ব্যবসায়ী মন পূর্ণ উদ্যোগে নিজের কাজ চালিয়ে যাবে। যোগ সূত্রগুলো সঠিকভাবে সাড়া দিয়ে আপনার সম্মুখে উপস্থিত হবে। আপনার আধ্যাত্মিক উন্নতি ভাগ্যবৃদ্ধির কারণ হয়ে দাঁড়াবে ।একাধিক মাতৃ র তুল্য সুখ পেতে পারেন ।শত্রুদের জীবননাশী তৎপরতা থেকে নিজেকে আগলে রাখবেন ।সপ্তাহের মধ্যভাগে ভ্রাতৃত্বের আনন্দ উপভোগ করতে পারবেন ।ব্যয় প্রবণতা আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে ।সপ্তাহের শেষের দিকে নিশ্চিত আপনার জয় ও সাফল্য পরিলক্ষিত হচ্ছে।
সিংহ রাশিঃ
আপনার প্রত্যুৎপন্নমতিতা এবং তীক্ষ্ণো বুদ্ধির জন্য আপনি জনসমাজে সমাদৃত হবেন ।গুরুজনের শরীর স্বাস্থ্য আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। শিক্ষা সংক্রান্ত ব্যাপারে আপনার আগ্রহ বেড়ে যাবে ।নিজের চিন্তা ভাবনা গুলো সংযত করলে অনেকটাই শুভ ফল প্রত্যাশা করতে পারেন। বৈদেশিক যোগাযোগ পাবেন ।ছোটখাটো ভ্রমণের সংযোগ রয়েছে ।স্বাধীন চিন্তাভাবনার জন্য আপনি যশ অর্জন করতে পারবেন ।কমলতা আপনার চরিত্রের বৈশিষ্ট্য ।সপ্তাহের শেষের দিকে অর্থ লাভ হবে।
কর্কট রাশিঃ
সম্মান বৃদ্ধি ও প্রচুর অর্থ ব্যয়ের যোগ। কর্ম ক্ষেত্রে হঠাৎ কোন ধরনের পরিবর্তন আসতে পারে ।পারিবারিক জীবনে কোন ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। কোন ধরনের বিচ্ছেদ মানসিক অশান্তির কারণ হবে ।বিষন্নতা কাজের অগ্রগতিতে বাধা তৈরি করবে। গৃহস্থলী ব্যাপারে বা মায়ের শরীর স্বাস্থ্য চিন্তার কারণ হবে ।সপ্তাহের শেষটুকু শারীরিক নানা অসুস্থতার মধ্যে দিয়ে কাটবে।
বৃশ্চিক রাশিঃ
নিজের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় মগ্ন হবেন। ধর্মীয় ব্যাপারে আগ্রহ বাড়বে। সামাজিক ব্যবহারের জন্য সমাদৃত হবেন ।প্ল্যানিংগুলো সঠিকভাবে কার্যকরী হবে। ভালোবাসার পাত্রের জন্য গর্ব বোধ করবেন ।সুখবৃদ্ধি সপ্তাহের শেষের দিকে একটা প্রেমময় বাতাবরণ বা বন্ধুত্বপূর্ণ বাতাবরণ আপনাকে সমৃদ্ধ করবে।
কন্যা রাশিঃ
বিবাহযোগ্যদের বিবাহের সম্ভাবনা ।আর্থিক ব্যয় আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। কর্মের স্বীকৃতি পাবেন ।কোন দ্রব্য চুরি হতে পারে প্রতিবাদ করলে ঠকে যাবেন। শূন্যতা পূর্ণ হবে এবং কর্মে যশোর বৃদ্ধি ।সপ্তাহের শেষের দিকে বিবাদ ও শত্রুতায় পরতে হবে। ব্যবসায়ীদের ব্যবসায় বাধা ও আয় উপার্জন কমে আসবে ।দীর্ঘস্থায়ী কোনো বন্ধুত্বের স্বাদ পেতে পারেন এই সপ্তাহে।
তুলা রাশিঃ
অর্থ ও স্বার্থ জনিত ব্যাপারে মন বিপৃত থাকবে ।পারিবারিক বিশৃঙ্খলতা আপনার মনকে চঞ্চল করে তুলবে ।কর্মক্ষেত্র নানা সমস্যা চলবে ।সন্তান জনিত ব্যাপারে আপনি আশাহত হবেন। ব্যবসায়ী যোগাযোগ গুলো ঠিক সারা দিয়ে উঠবে না ।বিপরীত লিঙ্গের মানুষের সহায়তায় আপনার সামাজিক শ্রী বৃদ্ধি হবে। বহুজনের সান্নিধ্যে বা জনসংযোগ মূলক কাজের মাধ্যমে আপনার ভাগ্য উন্নতি ।নিজের চিন্তা ভাবনা গুলো আপনার চরিত্রের বিরুদ্ধ ভাবে কোনঠাষা হয়ে যাচ্ছে ।সে বিষয়ে অভ্যাসের মাধ্যমে মনোভাব প্রকাশ করার পুনরায় চেষ্টা করুন।
ধনু রাশিঃ
অত্যধিক ব্যয় প্রবণতা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। উচ্চ আধ্যাত্মিক জ্ঞান লাভ বা একাধিক গুরুর সান্নিধ্য লাভ ।আয় উপার্জন স্থিমিত হয়ে আসবে। বন্ধুরা শত্রুরমতো আচরণ করবে। গৃহস্থলীর ব্যাপারে নতুন কোন সিদ্ধান্ত মানসিক চাঞ্চলের কারণ হবে ।মায়ের শরীর স্বাস্থ্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে ।মনমুগ্ধকর পরিবেশে হঠাৎ কোন প্রাপ্তি আপনার জীবনের মাত্রা বাড়িয়ে তুলবে ।বন্ধুত্ব প্রবণ সাপ্তাহিক সমাপ্তি ।কারো সাহায্য লাভ হতে পারে।
মকর রাশি:
ধীরস্থির গতিতে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবেন ।পারিবারিক কোনো আনন্দ উৎসবের পরিকল্পনা চলছে। জায়গা সম্পত্তি নিয়ে সমস্যার সমাধান পর্যায়ে উপনীত হতে পারেন ।ব্যবসায়িক শ্রী বৃদ্ধির বা ফাটকা ইনকামের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে অযথা শত্রুতার শিকার হবেন ।দীর্ঘস্থায়ী কোনো বন্ধুত্বের আনন্দ উপভোগ করবেন ।অস্থিরতা ত্যাগ করে সমস্যা সমাধানে ভর্তি হন, জয় আপনারই হবে।
কুম্ভ রাশি:
কর্মময় চাঞ্চল্য দিয়ে সাপ্তাহিক শুরু। মনে একটা অদ্ভুত আনন্দ বিচরণ করবে। কর্ম পরিবর্তন করতে পারেন। চিন্তা-ভাবনা গুলোকে সংযত রাখা দরকার। পরিবর্তনশীল মানসিকতা আপনার উন্নতির স্তরকে অনেকটাই নামিয়ে দেবে ।সাড়ে সাতীর কারণে অত্যন্ত একাকিত্বে ভুগবেন ।নৈরাশ ্য, বিশ্রাম ,ক্ষতি ,ক্লান্তি, মনের অশান্তি, শত্রুতা সব বুদ্ধি দিয়ে জয় করতে হবে। বৈবাহিক জীবনে সন্দেহ প্রবণতার জন্য খানিকটা সমস্যা দেখা দিতে পারে।
মীন রাশি:
ধর্মীয় বাতাবরণ ে নিরলস প্রয়াস আপনাকে নানা সুযোগ এনে দিতে পারে। শরীরের ক্লান্তি ত্যাগ করলে ধনলাভ অবশ্যম্ভী হবে। বয়োজ্যেষ্ঠদের সাথে আপনাদের পরামর্শ পূর্বক কাজকর্মের জন্য বিপরীতমুখী পরিস্থিতি থেকে অনেকটাই নিজেকে রক্ষা করতে পারবেন ।সুযোগসন্ধানীদের অপপ্রয়াসকে ব্যর্থ করে নতুন সাহায্য ,সহায়তা ও সম্মান প্রাপ্তি যোগ পরিলক্ষিত হচ্ছে। নতুন প্রেম পরবর্তী সময় মানসিক কষ্টের কারণ হতে পারে। ব্যয় প্রবণতাকে সংকুচিত করতে হবে।
ডঃ পান্না সাহা,অধ্যক্ষা
" কলেজ অব অ্যাস্ট্রোলজি "
ভাটি অভয়নগর,আগরতলা
মোঃ ৯৭৭৪৯৬৫৯৩৫ / ৯৮৬২২০৫৭৩৯
আরশিকথা ভাগ্যফল
৮ই আগস্ট, ২০২২
ড. পান্না সাহা অধ্যক্ষা কলেজ অফ অ্যাস্ট্রোলজি- নিয়মিত রাশিফল উপস্থাপনা করে যে ভাবে
উত্তরমুছুনআরশি কথা পরিবারের অন্তর্ভুক্ত সকল সদস্য সদস্যাদের এবং নিয়মিত পাঠক পাঠিকাদের সমৃদ্ধ করে গুরুদায়িত্ব পালন করে যাচ্ছেন -- উনাকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।