ছিলাম কখনও তোমার জন্য,
গ্রীষ্মের দাবদাহে
ঠান্ডা বারিধারার মত
অনুরাগে জড়ানো কথা
বলতে কতই না শতশত
অধীরভাবে জাগতে রাত
ভাবতে কবে পাবে, চিরতরে
আমার দুখানি হাত।
দুচোখ থাকত হয়ে বিভোর
নীড় বানানোর স্বপ্নে,
বলতে, " তোমায় রাখব বুকে
অতি আদর যত্নে। "
নিঃশ্বাসে তুমি বুঝতে
মনের সব কষ্ট
পড়তে পারতে আমার
চোখের ভাষা স্পষ্ট।
সেই তুমি আর তুমি নেই
পাল্টে গেছ অনেক।
ভাবি বলতে একটিও কথা
এখন বারকয়েক।
মনের বাসনা হয়ত এই
চাও মোর থেকে মুক্তি।
তার তরেই হয়ত বা
এই অনাসক্তি।
যদি হয় এই ঠিক
তবে হও আশ্বস্ত
শুনবে না আর,
কোনোদিন ও কোনো কথা আমার
হয়ে যাব নিস্তব্ধ।
চলে যাব দূরে, বহুদূরে
করে চিরসুখী তোমারে।
থেকে যাব চিরকাল হয়ে একলা,
কারন -----------------
মানতে অপারগ ভালোবাসার
এমন অবহেলা।
- শর্মিষ্ঠা ভট্টাচার্য, ত্রিপুরা
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২১শে আগস্ট, ২০২২